যুক্তরাজ্যের বার্মিংহামে ছাতক এডুকেশন ট্রাস্ট এর সভা অনুষ্ঠিত

27 Aug 2022
মুক্তবাংলা নিউজঃ 
ছাতক এডুকেশন এন্ড চেরিটেবল ট্রাস্ট ইউকের নর্থ এ অবস্থিত সকল ট্রাস্টি দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত ২৪ শে আগস্ট বুধবার বার্মিংহাম এর স্থানীয় এরুমা কফি হাউসে ট্রাস্টের আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মকদ্দুস এর সভাপতিত্বে যুগ্ন আহ্বায়ক মনসব আলি জেপি ও সানাওর আলী কয়েসের যৌথ পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোঃ জাহির আলী।

ট্রাস্ট এর আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা, ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক প্রদান ও আর্থিক অনুদান এর বিষয় এবং নতুন ট্রাস্টি বৃদ্ধি সহ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে‌ দিক নির্দেশনা মূলক আলোচনা রাখেন সাবেক পুলিশ ইন্সপেক্টর আহবাব মিয়া, মুশাহিদ আলী, খসরু খান, আসদ্দর আলী, আব্দুস শহীদ চৌধুরী, মজির উদ্দিন, কবির খান, জুবের উদ্দিন আলী, সাইফুল আলম সুফিয়ান,
সারওয়ার হোসেইন সুজন, আব্দুল মালিক, বশির আহমদ, নুরুজ্জামান জামাল, আব্দুল করিম নানু, আনোয়ার হোসেন, সৈয়দ করম আলী, ইসরাব আলী, জয়নাল মিয়া, কামরুল ইসলাম সহ অন্যান্য ট্রাস্টিবৃন্দ।

সভায় আগামী দিনে ছাতকে একটি ভোকেশনাল ইউনিভার্সিটি স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হলে সংগঠনের যুগ্ম আহ্বায়ক মনসব আলি জেপি বিনামূল্যে জায়গা দান করার আশ্বাস প্রদান করেন। ছাতকে এই ধরনের একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে প্রচুর সংখ্যক ছেলেমেয়েরা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সক্ষম হবে এবং অনেক শিক্ষার্থীরাই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবে বলে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।আগামী জানুয়ারির মধ্যে ট্রাস্টিদের মধ্যে একটি গ্রুপ বাংলাদেশ যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় নতুন ট্রাস্টি হিসাবে সদস্যপদ গ্রহণ করেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল হাসিম, ইসরাব আলী, কামরুল ইসলাম, কবির খান, আব্দুস শহীদ চৌধুরী, ময়না মিয়া, জয়নাল মিয়া।

পরিশেষে সংগঠনের আগামী দিনের সমস্ত কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে মহান আল্লাহতালার কাছে দোয়া ও মোনাজাত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *