17 June, 2022
এস হোসেইন, লন্ডন:
দীর্ঘ প্রতীক্ষার পর ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্ট এর আনুষ্ঠানিক যাত্রা ব্রিটেনের পার্লামেন্টের হাউস অব কমন্স থেকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে, উৎসবমুখর পরিবেশ ও খুব জাঁকজমকপূর্ণ ভাবে সম্পন্ন হয়।
■ ছাতকের শিক্ষা , স্বাস্থ্যের মানোন্নয়ন ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে গঠিত ছাতক উপজেলা এডুকেশন চ্যারিট্যাবল ট্রাস্ট ইউকে’র উদ্বোধনী অনুষ্টান গত ১৪ ই জুন মঙ্গলবার বৃটিশ হাউস অব কমনসে অত্যন্ত প্রানবন্ত চাঞ্চল্যকর অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃটিশ ও স্কটিশ বাঙালী সংসদ সদস্য,মেয়র,ডেপুটি মেয়র ও কাউন্সিলরগন সহ বরেণ্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের উপস্তিতিতে রাইট অনারেবল মার্ক টামী এম পি মহোদয়ের সৌহার্দ্যপূর্ণ অভ্যর্থনায় কনভেনর জনাব জামাল উদ্দীন মকদদুছ এর সভাপতিত্বে টিভি তারকা ডঃ জাকি রেজওয়ানা আনোয়ার ও ব্যারিষটার শাহ মিসবাউর রহমানের যৌথ সঞ্চালনায় এবং জয়েন্ট কনভেনর মোহাম্মদ মনচব আলী জেপি’র সার্বিক তত্বাবধানে অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়ত করেন মাওলানা হাসানুল বান্না রায়হান।
■ আগত অতিথিবৃনদের পরিচিতি সহ ট্রাস্টের পঠভূমিকা নিয়ে বক্তব্য রাখেন জয়েন্ট কনভেনর মো: ছানাওর আলী কয়েছ ,ট্রাস্টের আদর্শ উদ্দেশ্য নিয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন মোহাম্মদ মনচব আলী জেপি ও সাবেক পুলিশ ইন্সপেক্টর আহবাব মিয়া।
■ অতিথিদের মধ্য থেকে আলোচনায় অংশ গ্রহন করেন বেথনাল গ্রীন ও বো আসনের সাংসদ রোশনারা আলী এম পি,ইলিং সেন্ট্রল ওএকটন থেকে নির্বাচিত সাংসদ রূপা হক এম পি,স্কটল্যান্ড থেকে নির্বাচিত একমাত্র বাঙালী এস এম পি সাংসদ ফয়সল চৌধুরী এম বি ই,টাওয়ার হ্যামলেটস থেকে নব নির্বাচিত নির্বাহী মেয়র লুৎফুর রহমান,ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম মিয়া তালুকদার ,বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট রাজনীতিবিদ মিসবাহ উদ্দীন সিরাজ, রাজনীতিবিদ জালাল উদ্দীন ,যুক্তরাজ্যে ছাতকের কাউন্সিলরবৃনদের মধ্যে কাউন্সিলার মাহফুজ ফারুক আহমদ,লিলু আহমদ তালুকদার ,লুৎফা রহমান,আহমদ মোন্তাকিম মাহবুব,মন্তাজ আলী আজাদ,বদরুল চৌধুরী,সাবেক ছাতক উপজেলা মহিলা ভাইস চেয়ার রাশিদা আহমদ নানসি্ ,ট্রাস্টিবৃনদের মধ্যে বি সি এ জেনারেল সেক্রেটারি মিঠু চৌধুরী,(কেন্ট রিজিওন),জি এস সি জেনারেল সেক্রেটারি খসরু খাঁন ও জুবের উদ্দীন আলী(মিডল্যানড্ রিজিওন),লন্ডন রিজিওন থেকে আব্দুল মালিক কুটি,সাউথ ওয়েলস্ রিজিওন থেকে জাহির আলী,নর্থ ইষ্ট থেকে আব্দুল মালিক ও মো: বশীর আহমদ,নর্থ রিজিওন থেকে আবদুর রাজ্জাক,ইষ্ট মিডল্যানড্ থেকে আব্দুল হান্নান, স্কটল্যান্ড থেকে আসাদদর আলী,নর্থ ওয়েলস থেকে এমদাদুর রহমান মুহিদ মিয়া, অতিথিবৃন্দর মধ্যে আরও বক্তব্য রাখেন জি এস সি সাউথ ইষ্ট সভাপতি এম এ আজিজ,জি এস সি সিলেট চ্যাপটার সেক্রেটারি আবদুস সামাদ নজরুল,সাবেক চেয়ারম্যান নুরুল আমীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামাল,কবি ও টিভি প্রেজেনটার জনাব আবু সুফিয়ান চৌধুরী খোকন,জি এস সি কেন্দ্রীয় সহ সভাপতি ইসবাহ উদ্দীন,জি এস সি সাউথ ইষ্ট সেক্রেটারি ফজলুল করিম চৌধুরী,ও কোষাধক্ষ সুফি সুহেল আহমদ,বিশিষ্ট আইনজ্ঞ কাজী গৌছ মিয়া,লতিফিয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলনা ইলিয়াস হোসেন,সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব ট্রাস্টি সারওয়ার হোসেইন সুজন, চ্যানেল এস চীপ রিপোর্টার জুবায়ের আহমদ, এনটিভি চিপ রিপোর্টার আকরাম হোসেইন, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি ( সাজওয়া ইউ কে) আহসান হোসেন সুমন, ছাতক পৌরসভার সাবেক কমিশনার রনজু আহমদ, আজহারুল ইসলাম শিপার (বি সি এ চীপ ট্রেজারার), ফারুক মিয়া এম বি ই(হেড অব আইডিয়া ষ্টোর লার্নিং),সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে’র পক্ষ থেকে প্রফেসার ওমর ফারুক, নজরুল ইসলাম (সহ সভাপতি) শামীম আহমদ (কোষাধক্ষ ), আবুল হাসনাত কয়েছ (জয়েন্ট সেক্রেটারি) হাবিব সুফিয়ান (জয়েন্ট সেক্রেটারি) রেদোয়ান খাঁন( অর্গানাইজিং সেক্রেটারি) শায়েখ মিয়া , (নির্বাহী সদস্য) ধর্ম বিষয়ক সম্পাদক আবু সাদেক,হাফিজুর রহমান( অর্গানাইজিং সেক্রেটারি) মুজিব কিবরিয়া তালুকদার ( অর্গানাইজিং সেক্রেটারি) সেলিম মিয়া (নির্বাহী সদস্য),
বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট জগন্নাথপুরের সাবেক সেক্রেটারি আংগুর আলী, জগন্নাথপুর উন্নয়ন সংস্হার সভাপতি তাহের কামালী এবং সেক্রেটারি আব্দুল ওয়াহিদ, ব্যবসায়ী সাম আল সামাদ, কমিউনিটি লিডার ছানু মিয়া, রাজনীতিবিদ লুৎফুর রহমান ছায়াদ ও ফারজানা আহমদ সিথী, নাহিদা মিসবাহ।
■ ট্রাস্টিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট আমীর উদ্দীন, মকসুদ আহমদ, মজির ঊদ্দিন , মোঃ মশাহিদ আলী, ফারুক আহমদ, সয়ফুল আলম সুফিয়ান, ফারুক মিয়া, নজির উদ্দীন , সবুজ মিয়া, আমীর হোসেন, আনসার মিয়া, সৈয়দ কমর আলী, দিলবর আলী, আনোয়ার হোসেন, তফাজ্জুল আলী, আব্দুল আলীম, নুরূল হক (আয়ারলেনড্), আব্দুল বাছিত শেলু, সফিজুর রহমান, এমরান আহমদ, মোশাহিদ আলী, আয়েশা আলী, আবদুর রউফ, আলহাজ্ব বশীর উদ্দীন, আইয়ুব আলী বাবুল, জামাল উদ্দীন , গোলাম কিবরিয়া চুনু ,আলহাজ্ব জগমবর আলী,
আলহাজ্ব ইরফান আলী, শাহানুর চৌধুরী সহ প্রমুখ ।
■ বক্তারা তাদের বক্তব্য উল্লেখ করেন ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্ট ছাতকের প্রত্যন্ত অঞ্চলের গরিব মেধাবী শিক্ষার্থীদের সাহায্যের পাশাপাশি ছাতকের শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্য সেবার মানোন্নয়ন সহ মানবতার কল্যাণে ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী।
যুক্তরাজ্য বসবাসরত ছাতকের সকল জনসাধারণকে গরিব দুঃখী অসহায় মানুষের কল্যাণে উক্ত ট্রাস্টের সাথে সংশ্লিষ্ট হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।